নড়াইল সদর উপেজলার ০২নং হবখালী ইউনিয়ন পরিষদে সমাজ সেবার প্রকল্পের কার্যক্রম চলমান ।
একটি বাড়ি একটি খামার প্রকল্পের অনলাইন মোবাইল ব্যাংকিং ও সেবাসমূহঃ
□ প্রতিটি পরিবারকে অর্থনৈতিক কর্মকান্ডের কেন্দ্র বিন্দু এবং সমবায় ভিত্তিক গ্রাম সংগঠনকে স্বতন্ত্র অর্থনৈতিক ইউনিট
হিসেবে গড়ে তোলা;
□ কার্যকর গ্রাম সংগঠনের মাধ্যমে গ্রামের সার্বিক উন্নয়ন।
□ স্থানীয় সম্পদ ও স্থানীয় চাহিদা / সমস্যা ভিত্তিক গ্রাম উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন;
□ স্থানীয় সম্পদের সমাবেশ এবং তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ;
□ স্ব-কর্মসংস্থান ও আয়বৃদ্ধির সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন;
□ সামাজিক খাত বিশেষ করে কৃষি, শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যূতায়ন এবং পরিবেশ উন্নয়নের মাধ্যমে অভীষ্ট জনগোষ্ঠীর
জীবনমান উন্নয়ন;
□ স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং জাতি গঠনমূলক বিভাগ ও সংস্থার মধ্যে ফলপ্রসূ যোগসূত্র স্থাপন;
□ গ্রামীণ পর্যায়ে প্রশিক্ষণভিত্তিক ঋণ, হিসাব ও তথ্য ব্যবস্থাপনা;
□ সমবায় ভিত্তিক বিপণন ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারন;
□ ডাটা ও টেলিসেন্টার স্থাপনের মাধ্যমে আধুনিক তথ্য প্রযুক্তির সম্প্রসারন;
□ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপকারভোগীদের সঞ্চয় , ঋণসহ সার্বিক কার্যক্রম পরিচালনা ও ব্যাংকিং
কার্যক্রম জনগনের দোরগোড়ায় পৌছানো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস