প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। জাতির পিতা আমাদেরকে স্বধীনতা এনে দিয়েছেন। দেশকে যেভাবে তিনি উন্নত করতে চেয়েছিলেন, আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করবো। দারিদ্র্য ও ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়তে জাতির পিতার যে স্বপ্ন ছিল আমরা তা বাস্তবায়ন করতে চাই।