ইজিপিপি ইউনিয়ন কমিটির সভার কার্য বিবরণীঃ(অনুলিপি)
স্থানঃ ইউপি সভাকক্ষ,
সময়ঃ ১১.০০ ঘটিকা,
তারিখঃ০২/০৪/২০১৮খ্রিঃ
উপস্থিত সদস্যদের নামঃ
১। জনাব মোঃ রিয়াজুল ইসলাম ইউপি চেয়ারম্যান সভাপতি- স্বাক্ষরিত
২। জনাব মোছাঃ খদেজান বিবি ইউপি সদস্য সদস্য ঐ
৩। জনাব রেনুকা ইউপি সদস্য সদস্য ঐ
৪। জনাব মোসাঃ রিজিয়া বেগম ইউপি সদস্য সদস্য ঐ
৫। জনাব মোঃ মিলন মিয়া ইউপি সদস্য সদস্য ঐ
৬। জনাব মোঃ তুষার মোল্যা ইউপি সদস্য সদস্য ঐ
৭। জনাব মোঃ মুসা বিশ্বাস ইউপি সদস্য সদস্য ঐ
৮। জনাব মোঃ শরিফুল বিশ্বাস ইউপি সদস্য সদস্য ঐ
৯। জনাব সাহেব মোল্যা ইউপি সদস্য সদস্য ঐ
১০। জনাব সুভাষ সাহা ইউপি সদস্য সদস্য ঐ
১১। জনাব মোঃ সাহিদুজ্জামান ইউপি সদস্য সদস্য ঐ
১২। জনাব মোঃ শামিমুর রহমান ইউপি সদস্য সদস্য ঐ
১৩। জনাব মোঃ ইব্রাহিম হোসেন ইউপি সদস্য সদস্য ঐ
১4। জনাব বিএম জাহিদ শাকিল উপসহঃ কৃষি কর্মঃ সদস্য ঐ
১৫। জনাব মোঃ আমিনুর রহমান শিক্ষক সদস্য ঐ
১৬। জনাব মোঃ রোজিবুল ইসলাম ইউপি সদস্য সদস্য সচিব ঐ
অদ্যকার সভা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রিয়াজুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে আরম্ভ করা হইল । সভায় পূর্ব অধিবেশনের মন্তব্য সমূহ পঠিত ও গৃহীত হইল ।
আলোচ্য সূচীঃ ২০১৭-১৮ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) এর আওতায় ২য় পর্যায়ে উপকারভোগীর তালিকা প্রনয়ন, প্রকল্প গ্রহন ও প্রকল্প বাস্তবায় কমিটি গঠন প্রসঙ্গে ।
জনাব সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন যে, ২০১৭-১৮ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী(ইজিপিপি) আওতায় আমাদের ইউনিয়নের অনুকুলে ২য় পর্যায়ে ১১৫(এক শত পনের) জন উপকারভোগীর বিপরীতে ওয়েজ কষ্ট বাবদ=৯,২০,০০০/-( নয় লক্ষ বিশ হাজার টাকা) , নন ওয়েজ কষ্ট বাবদ ৪৭,৭৪০/-( সাতচল্লিশ হাজার সাত শত চল্লিশ টাকা) ও সর্দার মুজুরী বাবদ ১০,০০০/-(দশ হাজা টাকা) বরাদ্দ করেছেন । প্রকল্প প্রতি সর্বনিম্ন ২৫ জন উপকারভোগী নিয়োগ দেওয়া যাবে । এবং পাকা রাস্তার উভয়পাশে ও ব্রীজের এ্যপ্রোজে অগ্রাধিকার ভিত্তিতে মাটি দেওয়ার কথা বলা হয়েছে । যার পত্র স্মারক নং ৫১.০১.৩২০৩.০০০.৯৬.০০১.১৭/১২২ তারিখঃ ২৯-০৩-২০১৮ খ্রি. এবং পূর্বের নিবন্ধিত শ্রমিক বহাল রাখার কথা পত্রে উল্লেখ করেছেন । সভাপতি মহোদয় এই সমস্ত কথা বলিলে উপস্থিত সদস্যদের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা-পর্যালোচনা অন্ত নিম্নরুপ প্রকল্পসমূহ গ্রহন, উপকারভোগী বিভাজন ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করার সীদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)